কুলাউড়ায় অফিসার্স ক্লাবে নবাগত ও বিদায়ী অফিসারদের সংবর্ধনা

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় অফিসার্স ক্লাব এর উদ্যোগে গত ২০ মে সোমবার রাত ৮ টায় বিদায়ী কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ, কুলাউড়া স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ অমিতাভ দে, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আখতার আহমদ খান ও নবাগত যোগদানকারী কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসানুজ্জামান, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদ এবং ক্লাবের সভাপতি ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম ভিয়েতনাম থেকে দেশে প্রত্যাবর্তণ উপলক্ষে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। কুলাউড়া অফিসার্স ক্লাবের সভাপতি ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম এর সভাপতিত্বে ও ক্লাবের সাধারন সম্পাদক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর এমওএমসি এইচ ডাঃ সুলতান আহমদ পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর যুগ্ন পরিচালক কাজী নুরুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ। সংবর্ধনা অনুষ্টানে বক্তব্য রাখেন সংবর্ধিত বিদায়ী অতিথি কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ অমিতাভ দে, বিদায়ী কুলাউড়া থানার অফিসার ইনচার্জ সেলিম নেওয়াজ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আখতার আহমদ খান ও নবাগত সংবর্ধিত অতিথি কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসানুজ্জামান, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদ। ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া এলজিইডি প্রকৌশলী মোঃ আবুল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ আছির উদ্দিন, সাবরেজিষ্ট্রার মোঃ আনোয়ার হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কমল রতন সাহা, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল মতলিব। অনুষ্টানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর ফারুক, নির্বাচন অফিসার মোঃ শহিদুল ইসলাম, ভেটোনারী সার্জন রাশেদুজ্জামান, প্রজিব কর্মকর্তা আফলাতুন চৌধুরী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল বাসার, ডাঃ মহিউদ্দিন, ডাঃ রাসু, এলজিইডি উপ সহকারী প্রকৌশলী আব্দুর রাকিব প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদেও চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন অফিসার্স ক্লাব আয়োজিত সংবর্ধিত বিদায়ী ও নবাগত অতিথিদের মধ্যে ফুল দিয়ে শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন।