৩ নির্বাচন অফিসার দিয়ে চলছে মৌলভীবাজারের ৭ উপজেলা
এম. মছব্বির আলী : মৌলভীবাজার জেলার নির্বাচন অফিসগুলোতে লোকবল সংকট চরমে। প্রতি সাত উপজেলার মধ্যে পাঁচটিতে নির্বাচন অফিসার নেই দীর্ঘ দিন ধরে। পাঁচ উপজেলায় অফিস সহকারী পদ শূন্য রয়েছে। ফলে জনবল শূন্যতায় নুব্জ নির্বাচন অফিসগুলো। এক অফিসার দিয়ে চলছে তিন উপজেলার কার্যক্রম। প্রশাসনের গুরুত্বপূর্ণ এ সেক্টরে অফিসারসহ বিভিন্ন পদ শূন্য থাকায় জনসাধারণের দুর্ভোগের শেষ নেই। একাধিক উপজেলায় দায়িত্বে থাকায় অফিসাররাও হিমশিম খাচ্ছেন। সব মিলিয়ে জনসাধারণ যথাযথ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নানা কর্মকাণ্ডে পদশূন্যতার ব্যাপক প্রভাব পড়েছে বলে জানা গেছে। মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, জুড়ী, বড়লেখা, শ্রীমঙ্গল, রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলায় দীর্ঘদিন ধরে নির্বাচন অফিসার পদ শূন্য রয়েছে। প্রায় ৬ বছর ধরে রাজনগরে উপজেলা নির্বাচন অফিসার নেই। অন্য উপজেলাগুলোতে কমপক্ষে দেড় বছর ধরে অফিসার নেই। কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম জুড়ী ও বড়লেখা উপজেলার অতিরিক্ত দায়িত্বে আছেন। কমলগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফরহাদ হোসেন শ্রীমঙ্গল উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। পুরো জেলার দায়িত্বের পাশাপাশি খোদ জেলা নির্বাচন অফিসারকে রাজনগর ও মৌলভীবাজার সদর উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। সূত্র আরো জানায়, জুড়ী ও কমলগঞ্জ ছাড়া অবশিষ্ট উপজেলাগুলোতে দীর্ঘদিন ধরে অফিস সহকারীর পদ শূন্য। এই শূন্যতার ফলে অফিসগুলোর স্বাভাবিক কর্মকাণ্ডে ব্যাঘাত ঘটছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান।