কুলাউড়ায় হাত বোমা বিস্ফোরণে ২ কিশোর আহত
প্রকাশিত হয়েছে : ২২ মে, ২০১৩ ৬:১৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৭১ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার ব্রাহ্মণবাজারের আয়নাছড়া এলাকায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একটি হাত বোমার বিস্ফোরণে ইমাদ নামের এক কিশোরসহ দুইজন গুরুতর আহত হওয়া খবর পাওয়া গেছে। তবে বিস্ফোরণে তারা কিভাবে আহত হয়েছে তা জানা যায় নি। স্থানীয় অনেকের ধারণা বোমা তৈরী করার সময় বোমাটি বিস্ফোরিত হয়ে এ ঘটনাটি ঘটে। তবে ইমাদের পরিবার এ অভিযোগ অস্বীকার করে জানান, ইমাদ মাত্র ১৩ বছরের শিশু। তার পক্ষে কোন ভাবেই এ ধরনের ধবংসাত্মক কাজে জড়িয়ে পড়া সম্ভব নয়। এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ হাসানুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।