কমলগঞ্জে ছড়ার পানিতে পড়ে এক কিশোরের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ মে, ২০১৩ ৬:১৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৬০৫ বার পঠিত
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা ছড়ায় বাঁশের উপর খেলতে গিয়ে ছড়ার পানিতে পড়ে মইন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কমলগঞ্জের দক্ষিণ গোলের হাওর গ্রামের সাফু মিয়ার ছেলে মইন উলাহ (১৪) সঙ্গীদের নিয়ে গত ১৯মে রোববার বিকালে স্থানীয় কুরমা ছড়ার পানির উপর দিয়ে প্রবহমান মহালের বাঁশের উপর খেলা করছিল। এ সময় ছড়া দিয়ে ভেসে যাওয়া জ্বালানী কাঠ ধরতে গিয়ে ছড়ার পানিতে পড়ে যায়। ঘটনাটি সঙ্গীরা তার পরিবারের কাউকে ভয়ে জানায়নি। ঘটনার প্রায় ৩-৪ ঘন্টা পর জানাজানি হলে ছড়ার মধ্যে খোঁজ করে মইনকে পাওয়া যায়নি। সোমবার সকালে বাঁশের বহর সরালে মইনের লাশ পাওয়া যায়।