ইতালির রোমে ৪ দিন ব্যাপী আন্তর্জাতিক বানিজ্য মেলার আয়োজন

নাজমুল হোসেন, মিলান থেকে : ইতালির রোমে এই প্রথম বারের মতো বাংলাদেশের আয়োজনে ১৩ টি দেশের অংশগ্রহনে ৪ দিন ব্যাপী ব্যতিক্রমী আন্তর্জাতিক বানিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে | ২৪ মে থেকে ২৭ মে অনুষ্ঠিত এই মেলায় বাংলাদেশের পাশাপাশি আরো ১৩ টি দেশ তাদের নিজ নিজ দেশের কৃষ্টি কালচার গুলো ও মেলার মাধ্যমে তুলে ধরবে | মেলার স্থান রোমের সেন্তোসেল্লো পার্ক ,ক্যাসেলিনা |
মেলায় অংশগ্রহনকারী দেশ সমূহ হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, ইতালি, শ্রীলংকা, ফিলিপাইন, কলম্বিয়া, ইকূয়েডর, ইজিত্র,চীন,পেরু,ইউক্রেন,নেপাল,ভলিবিয়া ,নাইজেরিয়া |
এই মেলার আয়োজনে যারা রয়েছেন তাদের মধ্যে আহবান করেছেন লিয়াকত আলী মুকুল,সভাপতি বাংলা পাটশালা রোম ,আব্দুর রশিদ,আমিনুর রহমান,আনোয়ার,আজিজ বুলু.এম এ আহাদ,মজুমদার কিরণ, কার্লস ব্রিত্ত.সার্বিক তত্ত্বাবধানে আলমগীর হোসেন,সার্বিক ব্যবস্থাপনায় আফজাল ব্যপারী,সহযোগিতায় আতিয়ার রসুল কিটন,সমন্নয়কারী দীন মোহাম্মদ ও ইমরান উদ্দিন মুন্না |