কুলাউড়ার পৃথিমপাশায় জেলেদের নিবন্ধন ও পরিচয় প্রদান প্রকল্পের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্টিত
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে গতকাল ২২ মে বুধবার সকাল ১০ টা থেকে ২ টা পর্যন্ত জেলেদের নিবন্ধন ও পরিচয় পত্র প্রদান প্রকল্পের আওতায় উদ্বুদ্ধকরন উপলক্ষে এক সেমিনার অনুষ্টিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল ইসলাম। এতে মূল প্রবন্ধ পাঠ করেন কুলাউড়া উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর ফারুক। পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমরেড আব্দুল লতিফের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষক নেতা কমরেড আব্দুল মালিক, প্রিন্সিপাল আব্দুল জব্বার, আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল মান্নান, বিএনপি নেতা মাসুক আহমদ, ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মনাফ, সাংবাদিক এম.এ.হামিদ, ইউনিয়ন তহসিল অফিসার সুলতান আহমদ, ইউপি সদস্য কুদ্দুস আলী, ইউপি সদস্য মনির উদ্দিন, আব্দুল মুনিম ও মাসুদ রানা আব্বাছ, শিক্ষক জামাল আহমদ চৌধুরী ও সৈয়দ মোহাম্মদ আলী।