কুলাউড়ায় নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদকে সংবর্ধনা প্রদান
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগে মাঠ কর্মচারীদের উদ্যোগে গত ২১ মে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদকে এক সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা স্বাস্থ কমপ্লেক্স হলরুমে স্বাস্থ পরিদর্শক ইনচার্জ রফিকুর রহমানের সভাপতিত্বে ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক এম এ আহাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় পধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রফিক, সহ-স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান চৌধুরী, আব্দুল আউয়াল, দক্ষিনা রঞ্জন দে ও আব্দুল মজিদ চৌধুরী, এমটি ইপিআই প্রদীপ রঞ্জন দে প্রমুখ। সংবর্ধনার জবাবে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন আল আজাদ তাঁর দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করেন।