কুলাউড়ার টিলাগাঁওয়ের ৬নং ওয়ার্ডে উপনির্বাচন তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাধারণ আসনের জন্য সদস্য (মেম্বার) পদে উপনির্বাচনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্ত হয়েছে। গত ১৯ মে রোববার উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তারা আগামী ৬ জুন অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করবেন। সূত্রে জানা যায়, নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন বিগত নির্বাচনের নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী প্রবীর চন্দ্র ধর এবং নতুন দুই মুখ আব্দুল আজিজ চৌধুরী ও কামাল আহমদ। ৬ নং ওয়ার্ডের ভোটকেন্দ্র হলো আশ্রয়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ওয়ার্ডের মোট ভোটারসংখ্যা ১৬২০। এর মধ্যে পুরুষ ৮৩৯ ও মহিলা ৭৮১ জন। আগামী ৬ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে নির্বাচন অফিস সূত্র জানিয়েছে। এদিকে নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার চালাচ্ছেন তিন প্রার্থী। তারা সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন গ্রামে প্রচারণা চালিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা চালাচ্ছেন। ধারণা করা হচ্ছে, তিন প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্ধিতা হবে।