কুলাউড়া ডিগ্রি কলেজ গভর্নিং বডির নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৩ মে, ২০১৩ ৭:৪০ পূর্বাহ্ণ | সংবাদটি ৬১৫ বার পঠিত

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদের নির্বাচন ২১ মে মঙ্গলবার শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্টিত ভোটে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল জলিল (৩৪৯), বর্তমান সদস্য আব্দুল বাছিত লেবু (৩৪৭) ও ফরহাদ আহমদ (৩০৫) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বলে কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল জানান। নির্বাচনে ৩ পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। অপর প্রার্থী বর্তমান সদস্য আব্দুস শহীদ মাখন (২০৪) ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়া দাতা সদস্য পদে শওকতুল ইসলাম শকু ও হিতৈষী সদস্য পদে আব্দুল মানিক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার।