চা শ্রমিকদের কর্ম বিরতি প্রত্যাহার আবার চা শিল্পাঞ্চল কর্মচঞ্চল
নুরুল ইসলাম শেফুল : সারা দেশের ১৬০টি চা বাগানে ২০ দফা দাবী আদায়ে চা শ্রিমকরা ২১ মে মঙ্গলবার একযোগে কর্ম বিরতি পালন করলে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে শ্রমমন্ত্রীর সাথে চা শ্রমিক নেতৃবৃন্দের জরুরী বৈঠক শেষে লিখিত সিদ্ধান্তে বুধবার চা শ্রমিকরা কর্ম বিরতি প্রত্যাহার করে। কর্ম বিরতি প্রত্যাহার করে ৭টি ভ্যালির(অঞ্চলের) সবগুলো চা বাগানের মোট ৯০ হাজার চা শ্রমিক কাজে যোগ দিলে আবার চা শিল্পাঞ্চল কর্ম চঞ্চল হয়ে উঠেছে।
শ্রম মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসাবে যুগ্ম পরিচালক(শ্রম) মোজাম্মেল হোসেন শ্রীমঙ্গলস্থ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কার্যালয় লেবার হাউজের দায়িত্ব গ্রহণ করেছেন। চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী জানান আগামী জুলাই মাসে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নে নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারন চা শ্রমিকরা ভোট দিয়ে যে প্রতিনিধি নির্বাচিত করবে তারাই লেবার হাউজের দায়িত্ব পালন করবে।