রাজনগরে মনু নদীর বন্যা প্রতিরক্ষা বাঁধে ভাঙন মসজিদে তালা
নুরুল ইসলাম শেফুল : মনুনদীর বন্যা প্রতিরক্ষা বাঁধের ভাঙন এলাকায় রাত জেগে পাহারা দেয়া হচ্ছে। শনিবার পর্যন্ত নদীতে পানি কমলেও বৃষ্টি হওয়ায় আবারও পানি বাড়ছে। যে কোন সময় ওই স্থান দিয়ে পানি প্রবেশের আশঙ্কায় ওই এলাকার মানুষদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ভাঙন এলাকা মেরামতে কোন কাজ করেনি। এদিকে স্থানীয় পাঞ্জেগানা মসজিদটি ঝুঁকির মুখে পড়ায় পরিত্যক্ত ঘোষণা করে মসজিদ কমিটি তালাবদ্ধ করে রাখে।
শ্বাসমহল গ্রামের মোজাহিদ আহমদ, আবদুল মন্নান, ছাবুল মিয়াসহ অনেকেই জানান, নদীতে পানি বাড়ছে। তাই রাত জেগে পাহারা দিতে হচ্ছে। ঘরের আসবাবপত্র উঁচু স্থানে সরিয়ে নিতে হচ্ছে। আরও ২ ফুট পানি বাড়লেই লোকালয়ে প্রবেশ করবে। এখন ভয় হচ্ছে আরও ভেঙ্গে পড়ে কি না। তারা আরও বলেন, পানি উন্নয়ন বোর্ডের লোকজন কিছু পস্নাস্টিকের বস্তা পাঠিয়ে বলেছে আমরা যেন নিজেরা মেরামত করে ফেলি। এখানে ভাঙনের ফলে কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যেতে পারে। স্থানীয় ইউপি সদস্য সুলতান মাহমুদ সুনু বলেন, পানি উন্নয়ন বোডের্র লোকজন পরিদর্শনকালে আমরা বলেছিলাম মেরামতের ব্যবস্থা করার জন্য। আমাদেরকে স্বেচ্ছাশ্রমে এটি মেরামত করতে বলেন। তারা আমাদেরকে উপজেলা পরিষদে যাওয়ার পরামর্শ দেন। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. মখলিছুর রহমান বলেন, প্রাথমিকভাবে ব্লক না ফেললে বাঁধ দেয়ার জন্য এখানে জায়গা দেবে না বলে জানিয়েছিল।