লেখায় দুই প্রতিবন্ধি সহোদরের একজনের ভাগ্যে ৩৩ বছরেও জুটেনি সরকারী সাহায্য

এম. মছব্বির আলী : বড়লেখার দরিদ্র প্রতিবন্ধি দুই সহোদর আজিম উদ্দিন ও ইমরান হোসেন। বড় ভাই আজিম উদ্দিন তিন বছর থেকে প্রতিবন্ধি ভাতা পেলেও ৩৩ বছরেও ছোট ভাই প্রতিবন্ধি ইমরানের ভাগ্যে জুটেনি ভাতা কিংবা সরকারী কোন সাহায্য সহযোগিতা। উপজেলার শিমুলিয়া গ্রামের হত দরিদ্র মৃত আকদ্দছ আলীর ছয় সন্তানের মধ্যে আজিম উদ্দিন ও ইমরান হোসেন জন্মগত প্রতিবন্ধি। সুস্থ বড় ভাই নুর উদ্দিন তাদের বুজা মনে করে পৃথক করে দেওয়ায় অসহায় হয়ে পড়ে। পাড়া পড়শির সাহায্য সহযোগিতায় জীবিকা নির্বাহ করলেও স্ত্রী সন্তান নিয়ে বর্তমানে মানবেতর জীবন যাপন করছে প্রতিবন্ধি ইমরান হোসেন। বড়ভাই সামান্য ভাতা পেলেও আজও তার ভাগ্যে প্রতিবন্ধি ভাতা জুটেনি। প্রতিবন্ধি ইমরান হোসেন জানান সরকারী ভাতা পাওয়ার জন্য মেম্বার চেয়ারম্যানের কাছে অনেকবার দৌড়াদৌড়ি করলেও কোন লাভ হয়নি।