তারেক রহমানকে নিয়ে সাবধানে মন্তব্য করুন : ১৪ দলকে বিএনপি

ডেস্ক রিপোর্ট : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সাবধানে মন্তব্য করার জন্য ১৪ দলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি।
শুক্রবার সকালে নয়া পল্টনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, তারেক রহমান আগামী দিনের প্রধানমন্ত্রী। তার সম্পর্কে ভেবে চিন্তে কথা বলুন।
‘লন্ডনে বসে তারেক রহমান ষড়যন্ত্র করছেন’ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আ.লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে শামসুজ্জামান দুদু বলেন, আমরা স্পষ্টভাষায় বলতে চাই, সরকার তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা বয়ান ও নাটক সাজাচ্ছে। তিনি বলেন, তারেক রহমান আমাদের মাথার তাজ হয়ে আছেন। অচিরেই দেশে আন্দোলন-সংগ্রামের নেতৃত্ব দেবেন তিনি।
দুদু বলেন, তারেক সাহেব একটি মিটিংয়ে কিছু কথা বলেছেন। এতেই সাপ দেখার মতো ভয় পেয়ে নাসিম সাহেবরা ষড়যন্ত্রের কথা বলছেন।
ওয়ান-ইলেভেন সরকারের নির্মম নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘদিন ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন তারেক রহমান। সম্প্রতি সেখানে একটি রাজনৈতিক অনুষ্ঠানে দেশের গণতন্ত্র চর্চা ও মানবাধিকার ইস্যুতে মহাজোট সরকারের সমালোচনা করেন তিনি।
তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ে আওয়ামী লীগকে চাপ দিতে প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন।
তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে মহাজোট নেতারা যে বক্তব্য দিয়েছেন তার জবাবে শামসুজ্জামান দুদু বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে মোহাম্মদ নাসিমের বিরুদ্ধে মামলা হয়েছিল। নাসিম সাহেবের বিরুদ্ধে ওই সময়ের মামলা এখনো আছে। দুর্নীতির জন্য আদালত তাকে কারাদ-ও দিয়েছিল।
অন্যদিকে তারেক রহমানের বিরুদ্ধে ফখরুদ্দিন-মইনউদ্দিনের সরকার যেসব মিথ্যা মামলা করেছিল ৬ বছরের বেশি সময় পরও একটি মামলাও জায়েজ করতে পারেনি বলে মন্তব্য করেন দুদু।
তারেক রহমানকে ‘আগামী দিনের রাষ্ট্রনায়ক’ অভিহিত করে তিনি বলেন, ১/১১-তে তৎকালীন সরকার নির্যাতন করে তার মেরুদ-ের হাঁড় ভেঙে ফেলেছে। এ রকম নির্যাতন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা এ কে ফজলুল হক, শেখ মুজিবুর রহমান ও মাওলনা আবদুল হামিদ খান ভাসানীও ভোগ করেননি বলে উল্লেখ করেন দুদু।
আইন প্রতিমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, আমরা তার বক্তব্যে বিচলিত নই। সরকার তারেক রহমানের বিরুদ্ধে একটি অভিযোগেরও প্রমাণ করতে পারেনি।