শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ৭ বিভাগীয় শহরের ১৭৪টি পরীক্ষাকেন্দ্রে ৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ঢাকা থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯৮, রাজশাহীতে ২২ হাজার ১৪৬, চট্টগ্রামে ১৭ হাজার ৪৪৮, রংপুরে ১৬ হাজার ৬৪৩, খুলনায় ১৩ হাজার ৯৮৪, সিলেটে ৮ হাজার ৭৩৯ এবং বরিশালে ৫ হাজার ৪১৭ জন পরীক্ষার্থী অংশ নেন। উল্লেখ্য, রংপুরে এবারই প্রথমবারের মতো পরীক্ষা অনুষ্ঠিত হলো।
সরকারি কর্মকমিশনের (পিএসসি) তথ্য মতে, এবার ২ লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছে। অতীতের সব বিসিএসের মধ্যে ৩৪তম বিসিএস পরীক্ষার জন্য সর্বোচ্চ সংখ্যক আবেদনপত্র জমা পড়েছে। এর আগে ৩৩তম বিসিএস পরীক্ষায় প্রার্থী সংখ্যা ছিল ১ লাখ ৯৩ হাজার ৫৯ জন।
৩৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে প্রশাসনের ১১২ জন কর্মকর্তাকে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করে।
এদিকে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রশ্নপত্র বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া রাজধানীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান যেমন ঢাকা কলেজ ও ইডেন কলেজেও প্রশ্ন ফাঁস হওয়ার গুজব ছড়িয়ে পড়ে।