‘শেখ হাসিনাই হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান’

নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বলেন, কোন মেরুদন্ডহীন সরকারের অধীনে নির্বাচন হবে না। নির্বাচন হবে নির্বাচিত সরকারের সদস্যদের নিয়ে গঠিত আন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। আর সে সরকার প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকালে রাজধানীর পাবলিক লাইব্রেরিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত বিএনপি-জামায়াত ও হেফাজতের নৈরাজ্যের প্রতিবাদে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
প্রসঙ্গত, সম্প্রতি ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এক সংবাদ সম্মেলনে বলেন, আন্তর্বর্তীকালীন সরকার প্রধান নিয়েই বিরোধী দলের সাথে আলোচনা হবে। এ বক্তব্যের সপ্তাহ পার না হতেই দলটির সভাপতিমন্ডলীর সদস্য নাসিমের এমন বক্তব্যে সংলাপ বা আলোচনার বিষয়টি অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
এমনেস্টি ইন্টারন্যাশনালের প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলে নাসিম বলেন, আপনারা নিরপেক্ষতার কথা বললেও আপনাদের রিপোর্টটি নিরপেক্ষ না। কেননা রিপোর্টে পুলিশ হত্যার কথা বা জামায়াত-হেফাজতের নৈরাজ্যের কথা তুলে ধরা হয়নি।
বিরোধী দলের সাথে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, আলোচনা হবে শর্তহীন ও উন্মুক্ত এবং তা সংসদেই হবে। কারণ সংসদের বাইরে আলোচনার আর কোন সুযোগ নেই।
আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, তারেক রহমান একজন পলাতক আসামী। আইনের চোখে সে একজন ফেরারী আসামী। সে বিদেশে বসে বাংলাদেশের রাজনীতির বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারেক রহমানের মতো ফেরারী আসামি এমন মিথ্যাচার করতে পারে না। তাই তার বিরুদ্ধে আইনানুযায়ী গ্রেফতারী পরোয়ানা জারি করা হবে। প্রয়োজনে ইন্টারপোলের সহায়তায় তাকে দেশে ফিরিয়ে আনা হবে।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও কৃষক লীগের সহ-সভাপতি এমএ করিম।