ইতালির রোমে স্থায়ী মাঠের দাবিতে প্রবাসীদের অবস্থান কর্মসূচি
নাজমুল হোসেন, মিলান থেকে : ইতালির রাজধানী রোমে প্রবাসী শিশু কিশোরদের খেলাধুলার জন্য স্থায়ী মাঠের দাবিতে স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা অবস্থান কর্মসূচি দিয়েছেন | আগামী ১ লা জুন শনিবার বিকাল ৬ টায় পিয়াচ্ছালে প্রেনেসতিনা (ভিয়া প্রেনেসটিতনা) মক্কি মসজিদ ও সাবেক নাবিল বার এর সামনে মিলিত হওয়ার জন্য আহবান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির পক্ষে নুরে আলম সিদ্দিকী বাচ্চু।
রাজধানী রোমে প্রায় ২৫ হাজার বাংলাদেশী প্রবাসীর বসবাস | এর মধ্যে রোম শহরের ৬,৭ ০ ১০ ন ওয়ার্ডে ১০ হাজার বাংলাদেশী বাস করেন | যার মধ্যে ২৫% প্রবাসী তাদের পরিবার নিয়ে বসবাস করছেন | এদের মধ্য থেকে প্রায় ৫৫% শিশু কিশোর এই ইতালিতে জন্মগ্রহন করেছে |
এই বিশাল জনগোষ্ঠী সাথে বিদেশীদের নিজস্ব সংস্কৃতি তুলে ধরার জন্য আমাদের নিজেদের একটি স্থানীয় মাঠ এর প্রয়োজন।
বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,রোমের ভিয়া প্রেনেসতিনার নিকটে একটি পরিত্যাক্ত মাঠ পরে আছে, যাহা আমরা নিজেরাই পরিস্কার করে নিজেদের কাজে ব্যবহার করব।
উক্ত অবস্থান কর্মসূচিতে প্রবাসী সকল বাংলাদেশী সহ সর্বস্তরের শিশু, মহিলা, পরিবার, ব্যক্তি, দল, সংগঠন সহ সকলকে উপস্থিত থেকে বাংলা কমিউনিটির এই দাবীটি বাস্তবায়নে সহযোগিতার জন্য সকল কে অনুরোধ জানানো যাচ্ছে।