‘দাবি আদায়ে কী করতে হবে ১৮ দল তা ভালো করেই জানে’

ডেস্ক রিপোর্ট : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, আমরা শেখ হাসিনার মত নৈরাজ্য করতে চাই না। কিন্তু যদি সরকার বাধ্য করে, তাহলে দাবি আদায়ে কী করতে হবে ১৮ দল তা ভালো করেই জানে।
শনিবার বিকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমরা আলোচনায় আছি, আন্দোলনেও আছি। যে আইন মানুষকে শান্তি দেয় না, সেই ব্রিটিশ আইন ১৮ দল মানবে কি-না তা সরকারের আচরণের ওপর নির্ভর করবে।
শামসুজ্জামান দুদু বলেন,রবিবারের হরতাল শেষে সব শেষ হয়ে যাবে এটা ভাবলে সরকার ভুল করবে। দল নিরপেক্ষ সরকারের দাবি আদায়ে স্বেচ্ছায় কারাবরণসহ যে কোনো ধরনের কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও জানান তিনি।
বিএনপি যে কোনো স্থানে আলোচনায় প্রস্তুত জানিয়ে দুদু বলেন, প্রধানমন্ত্রীকে আগে পরিষ্কার করতে হবে তারা আলোচনায় রাজি কি-না?প্রধানমন্ত্রী যদি আলোচনায় বিশ্বাস করেন, তাহলে আমরা খুশি হবো। আমরা আন্দোলন ও আলোচনায় দ’ুটিতেই রাজি আছি।
ব্যবসায়ীদের হরতাল প্রত্যাহারের আহ্বানের প্রসঙ্গে শামসুজ্জামান দুদু বলেন, প্রধানমন্ত্রীকে বোঝান তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিতে। প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক দাবি মেনে নিয়েছেন ঘোষণা দিলে এই মুহূর্তে আমরা হরতাল প্রত্যাহার করব।
সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে অভিযোগ করে তিনি বলেন, হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী হওয়ার পর থেকে দেশে সংবাদ মাধ্যমের ওপর যে আক্রমণ শুরু হয়েছে, তা অতীতের চেয়ে নির্দয় ও নির্মম। দৈনিক মানব কন্ঠ পত্রিকার সম্পাদক মো. শাজাহান সরদার এবং অনলাইন পত্রিকা ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক আরিফুর রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানান শামসুজ্জামান দুদু।
দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানের মুক্তি দাবি করে তিনি বলেন, অধ্যাপক আসিফ নজরুলকে প্রাণনাশের হুমকিই প্রমাণ করে দেশ এখন বন্য আফ্রিকায় ঢুকে পড়ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের কুশপুত্তলিকা দাহ করেছে যুবদলের কর্মীরা- এমন খবর প্রসঙ্গে তিনি বলেন, অতি উৎসাহী কিছু কাগজ এই ধরনের খবর পরিবেশন করছে। যুবদলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। এই ঘটনায় যুবদল ও বিএপির কোনো সম্পর্ক নেই।