বড়লেখায় ৩ দিনব্যাপী কৃষি ও প্রাণী সম্পদ প্রযুক্তি মেলা উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৬ মে, ২০১৩ ৫:৪৭ পূর্বাহ্ণ | সংবাদটি ৫০৫ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তরের আয়োজনে গতকাল ২৫মে শনিবার সকাল ১১টায় ৩ দিনব্যাপী কৃষি ও প্রাণী সম্পদ প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি। সহকারী কমিশনার ভূমি বিএম মশিউর রহমানের সভাপতিত্বে ও ভেটেরিনারি সার্জন মাসুদ কামালের পরিচালনায় আয়োজিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজ উদ্দিন, কৃষি অফিসার মোশারফ হোসেন খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আশরাফুল আলম খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।