আলীনগর চা বাগানে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আলীনগর চা বাগানে এবারের এসএসসি পরীড়্গায় উত্তীর্ণ শিড়্গার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় একটি কুঁড়ি দু’টি পাাতা সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
একটি পাতা দু’টি কুঁড়ি সাংস্কৃতিক পরিষদ আলীনগর চা বাগান শাখার সভাপতি সুমন কৈরীর সভাপিত্বে ও সজল কৈরীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাছ খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাম ভজন কৈরী, আলীনগর চা বাগান পঞ্চায়েত সভাপতি গনেশ পাত্র, কামারছড়া চা বাগান পঞ্চায়েত সভাপতি দিলিপ কৈরী, ইউপি সদস্য জনার্ধন লোহার। আলীনগর, কামারছড়া ও সুনছড়া চা বাগানের এসএসসি উত্তীর্ণ মোট ৫৭ জনকে একটি করে মেডেল, অভিনন্দনপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়। এদের মধ্যে পিংকি রবিদাস ছিল দরিদ্র মেধাবী জিপিএ-৫ প্রাপ্ত। প্রধান অতিথি সংসদ সদস্য এডভোকেট নওয়াব আলী আব্বাছ খান বলেন, আলীনগর, সুনছড়া ও কামারছড়া চা বাগানে অবহেলা ও অযত্নে ও অসহযোগিতার মাঝে থেকেও এসএসসি উত্তীর্ণ ৫৭ জন শিক্ষার্থী এসএসসি পাশ করেছে তাদের সবাইকে এক হাজার টাকা করে প্রদান করা হবে। তাছাড়া আলীনগর চা বাগান থেকে জিপিএ-৫ প্রাপ্ত পিংকি রবিদাসের উচ্চ মাধ্যমিক পর্যায়ের পড়াশুনার সকল দায়িত্ব সাংসদ নিজে বহন করতে আগ্রহী বলে আশ্বাস প্রদান করেন সাংসদ।