কমলগঞ্জে লতিফিয়া ওয়েল ফেয়ার কর্তৃক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় লতিফিয়া ওয়েল ফেয়ার পরিষদ এর আয়োজনে শনিবার (২৫ মে) এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। পরিষদের সভাপতি ডা. সায়েক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ফয়ছলুর রহমান তালুকদারের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাংবাদিক ডা: আব্দুল হান্নান চিনু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি প্রকৌশলী তওফিক আহমেদ বাবু, শহীদনগর ব্যবসায়ী সমিতির সভাপতি অলি আহমদ খান, আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী, শিক্ষক জমসেদ আলী, মাও: আব্দুল মন্নান শাহীন, হাফিজ সাজ্জাদুর রহমান, মাও: হেলাল উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাও: আমিরুল ইসলাম, শহীদনগর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল বশর জিল্লুল, মঈনুল ইসলাম, রমিজ মিয়া, ডা: আব্দুল মজিদ, আব্দুল গণি, শিমুল আহমদ, মুবিনুর রহমান চৌধুরী, রুমেল আহমদ, শামু মিজি প্রমুখ। অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় তিনশতাধিক শিক্ষার্থীকে লতিফিয়া ওয়েল ফেয়ার পরিষদ এর পক্ষ থেকে প্রশংসাপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।