শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের এস.এম.ই শীর্ষক কর্মশালা
মৌলভীবাজার প্রতিনিধি : পূবালী ব্যাংকের প্রধান কার্যালয় ঘোষিত কর্মসূচী অনুযায়ী সারাদেশে মে মাসকে সেবা মাস হিসেবে পালন করা হচ্ছে। তারই অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এস,এম,ই অর্থায়নে বিনিয়োগ নীতিমালা ও গ্রাহক বান্ধব ব্যাংকিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার পূবালী ব্যাংক লিঃ শ্রীমঙ্গল শাখায় ব্যাংকের আইন কর্মকর্তা মোহাম্মদ আবু তাহের এর পরিচালনায় মৌলভীবাজার অঞ্চল প্রধান আহ্মদ এনায়েত মঞ্জুরের সভাপতিত্বে দিনব্যাপি কর্মশালায় বক্তব্য রাখেন মৌলভীবাজার শাখার মহাব্যবস্থাপক সামছুল হক, শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা নুপুর বৈদ্য প্রমূখ। কর্মশালায় পূবালী ব্যাংকের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৩৩ টি শাখা প্রধান ও ঋণ প্রদানে দায়িত্বপ্রাপ্ত এবং আঞ্চলিক কার্যালয়ে কর্মরত ৮২ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এস,এম,ই অর্থায়নে বিনিয়োগ নীতিমালা ও গ্রাহক বান্ধব ব্যাংকিং কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং গ্রাহকদের সকল ড়্গেত্রে মূল্যায়ন করতে হবে।