মৌলভীবাজার পৌর জামায়াতের দায়িত্বশীল সভা
মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রবিন রাজনীতিবীদ দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব বলেন বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যার্থ হয়েছে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে মিডিয়ার উপর আঘাত করছে। বিরোধীদলের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক অধিকার সভা সমাবেশর উপর বিধি নিষেধ আরোপ করে সংবিধান পরিপন্থি সিদ্বান্ত নিয়েছে যা বাকশালীয় আচরন জাতিকে স্মরন করিয়ে দিচ্ছে । জামায়াত নেতৃবীন্দকে মিথ্যা ও ভিত্তিহীন মামলায় একের পর এক ফ্যাসি দেয়ার সূদূর প্রসারী ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। সরকারের সকল ফ্যাসিবাদী আচরনের বিরুদ্বে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে। তিনি গত ২৫মে বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভার নতুন সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠানে দায়িত্বশীল সভায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে উপরের কথাগুলো বলেন। পৌরসভা আমীর ইয়ামীর আলীর সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে সকাল ১০টায় অনুষ্ঠিত সভায় অরো উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা আমীর মোং আব্দুল মান্নান ও পৌর সেক্রেটারী এ বি কবির আহমদ। সংঠনের গটতন্ত্রের আলোকে নতুন সদস্যদের শপথ নামা পরিচালনা করেন জেলা আমীর আব্দুল মান্নান। দেশ ও জাতির কল্যান কামনা করে মুনাজাত পরিচালনা করেন দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব।