কুলাউড়ায় ছাত্র মজলিসের কৃতী ছাত্র সংবর্ধনা
কুলাউড়া প্রতিনিধি : ইসলামী ছাত্র মজলিস কেন্দ্রীয় বায়তুলমাল ও ছাত্র কল্যাণ সম্পাদক কামরুল হাসান খাঁন বলেছেন দেশ,জাতি ও ইসলামের আজ চরম ক্রান্তিকাল চলছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশ বাংলাদেশ থেকে আলাহর দ্বীনকে মিটিয়ে দেয়ার বহুমমুুখি পায়তারা চলছে। ইসলাম ধর্ম ও মুসলমানদের প্রাণাধীক প্রিয় নবী হযরত মোহাম্মদ সালালাহু আলাইহি ওয়া সালামের ইজ্জত নিয়ে নব্য নাস্তিকরা ছিনিমিনি খেলছে। অকারনেই মেধাবী ছাত্রদের ওপর মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অবর্ণনীয় নির্যাতন করা হচ্ছে। আলেম-ওলামা ও নির্ভিক সাংবাদিকদেরকে অযথা ভয়-ভীতি প্রদর্শন ও হয়রানি করা হচ্ছে। জনগণের জান-মালের নিরাপত্তা আজ হুমকির সম্মুখিন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হত্যা, সন্ত্রাস, নিত্য-নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশের এ দুরাবস্থা থেকে উত্তরণের জন্য দেশ ও জাতির সঠিক নেতৃত্বদানে নৈতিক চারিত্রিক উৎকর্ষতার মাধ্যমে মেধাবী ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ২৪মে শুক্রবার কুলাউড়া ‘পাবলিক লাইব্রেরি হল মিলনায়তনে’ এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ “কৃতি ছাত্র সংবর্ধনা” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উপজেলা সভাপতি মু. এমাদ উদ্দিন-এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী ফরহাদ হোসেন ও সাইফুল ইসলাম কুতুবের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারি মুহাম্মাদ এহসানুল হক। বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, মেধাবী ছাত্ররা আগামী দিনের কান্ডারী। তাই ইসলাম ও জাতির কল্যাণে জ্ঞান ও নৈতিক চরিত্র অর্জনের মাধ্যমে সকল অপশক্তির মোকাবিলায় মেধাবী ছাত্রদের ময়দানে আরো অগ্রণী ভূমিকা রাখতে হবে। জাহেলী সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ গড়ার জন্য ছাত্রসমাজকে নিরলস প্রয়াস চালিয়ে যেতে হবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কুলাউড়া উপজেলা ছাত্র মজলিসের সভাপতি নেছার আহমদ,জেলা বায়তুল মাল সম্পাদক মুহাম্মদ খায়রুল ইসলাম,খেলাফত মজলিস কুলাউড়া উপজেলা সহসভাপতি হাফিজ আখতার আলী,সাবেক কুলাউড়া উপজেলা সভাপতি জসিম উদ্দিন,সাবেক ছাত্রনেতা মাও এমদাদ প্রমুখ। অনুষ্ঠানে কৃতি ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুবুর রহমান,আব্দুলাহ আল মাহমুদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন মিজানুর রহমান ও নজরুল ইসলাম প্রমুখ।