বিএনপির কেন্দ্রীয় নেতা আবেদ রাজাকে কুলাউড়ায় বিশাল শোডাউনের মাধ্যমে সংবর্ধনা

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের (একাংশের) নেতাকর্মীদের উদ্যোগে সদ্য কারামুক্ত বিএনপির কেন্দ্রীয় নেতা এড. আবেদ রাজাকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়। গতকাল ২৫ মে শনিবার আন্তঃনগর পারাবত ট্রেনযোগে কুলাউড়ায় পৌছলে সেখানে দলীয় শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেন স্থানীয় ১৮ দলের নেতাকমীরা। পওে কুলাউড়া জংশন স্টেশন থেকে শতাধিক মোটর সাইকেল, গাড়ীবহর সহ দলের নেতাকমীরা মিছিল সহকারে পুরোশহর প্রদক্ষিন শেষে স্থানীয় চৌমুহনী চত্বরে এক সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যে এডভোকেট আবেদ রাজা বলেন, দেশে আজ গনতান্ত্রিক রাজনীতি চর্চার কোন সুযোগ নেই। সরকার দেশে এক নায়কতন্ত্র চালিয়ে দেশ পরিচালনা করছে। ঢালাওভাবে বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। তিনি হুশিয়ারী করে বলেন জেল জুলুম এর ভয় দেখিয়ে আন্দোলন বন্ধ করা যাবেনা। কারারুদ্ধ নেতাকর্মীদের মুক্তির দাবী জানিয়ে অভিলম্ভে তত্বাবধায়ক সরকার ও আগামী সংসদ নির্বাচনের পরিবেশ সুষ্টির জন্য সংলাপের আহবান জানান। পাশাপাশি তিনি দেশও জাতির স্বার্থে আরোও নিবেদিত হয়ে কাজ করার জন্য নেতাকর্মীদের আহবান জানান। কুলাউড়া বিএনপির (একাংশের) সভাপতি পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মুজিবুল আলম সোহেলের পরিচালনায় অনুষ্টিত পথ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এমএ মজিদ। উপস্থিত ছিলেন ১৮ দলের নেতা জামায়াতের কুলাউড়া উপজেলা আমীর মাষ্টার আব্দুল বারী, খেলাফত মজলিস এর সভাপতি মোঃ নেছার আহমদ প্রমুখ।
উল্লেখ্য, গত ১১ মার্চ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে থেকে কেন্দ্রীয নেতৃবৃন্দের সাথে এডভোকেট আবেদ রাজা গ্রেফতার হন। সমপ্রতি তিনি ঢাকার কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করে কুলাউড়ায় গতকাল শনিবার আসেন।