বড়লেখায় হেরোইনসহ গ্রেফতার ১
প্রকাশিত হয়েছে : ২৬ মে, ২০১৩ ৬:০৩ পূর্বাহ্ণ | সংবাদটি ৬৭৬ বার পঠিত
বড়লেখা প্রতিনিধি : বড়লেখায় হেরোইনসহ ১ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত ১টায় পৌর শহরের মহুবন্দ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এসআই নজরুল ইসলাম ও এএসআই শরীফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের মহুবন্দ এলাকা ৩০ পুরিয়া হেরোইনসহ মকবুল হোসেন নীল (৫৫) কে গ্রেফতার করেন। গতকাল ২৫মে শনিবার তাকে মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হয়। এ ঘটনায় শনিবার থানায় পুলিশ বাদী হয়ে মামলা (নং-১৫) করেছে।