কমলগঞ্জের পতনঊষারে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চাল বিতরণ

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ : জাতীয় সংসদের চিফ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, মহাজোট সরকার জনগণের কাছে দায়বদ্ধ। তাই যখনই কোন দূর্যোগ হবে তখনই সেখানে যেতে হবে। আর কোন সরকার এভাবে কাজ করে না। দু:খী মানুষের পাশে থেকে শেখ হাসিনা সরকার সবসময় কাজ করে যাচ্ছে। বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়নমূলক কাজ হচ্ছে। তিনি বলেন, কোন কালো টাকায় কাজ হয় না। কালো টাকাকে বৃদ্ধাঙ্গলি দেখাবেন। উন্নয়ন করতে হলে সাদা টাকার দরকার। মহাজোটের নেতারা কালো টাকার পিছে ঘুরে না। চিফ হুইপ বলেন, এ সরকার জনগণের সরকার। জনগণের রায়ে ক্ষমতায় গেছে। তাই জনগণের সুখে দু:খে সব সময় নিরলসভাবে কাজ করছে। চিফ হুইপ গতকাল (২৫ মে) শনিবার দুপুরে মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় জনসাধারণের মধ্যে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পতনঊষার ইউপি চেয়ারম্যান সেলিম আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউপি সদস্য নারায়ন মল্লিক সাগরের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি প্রকৌশলী তওফিক আহমেদ বাবু, পতনঊষার ইউনিয়র আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছুর রহমান মরহম প্রমুখ।