দুই বাংলার কবিদের পদচারণায় মুখর মৌলভীবাজার
নুরুল ইসলাম শেফুল : দুই বাংলার প্রবীণ-নবীন কবিদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল মৌলভীবাজারে আয়োজিত কবিতা উৎসব প্রাঙ্গণ। বাঙালি সংস্কৃতি কেন্দ্র ঢাকা ও মৌলভীবাজার-সিলেট জেলা কবিতা পরিষদের আয়োজনে দু’দিনব্যাপী কবিতা উৎসব শনিবার শেষ হয়েছে। শুক্রবার এ উৎসব উদ্বোধন করেন কবি হাবিবুল্লাহ সিরাজী।
স্বরচিত কবিতা আবৃত্তির আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার কবিতা পরিষদের সভাপতি আবদুল মতিন। মৌলভীবাজার পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দ মহসীন আলী এমপি। আবৃত্তিকার সৈয়দ মনসুর আহমদ সুমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবিতা উৎসবের আহ্বায়ক কাজী রোজী, সদস্য সচিব আসলাম সানী, এফ জাকির খান, অধ্যক্ষ মায়া ওয়াহেদ, রফিকুল ইসলাম, দীপেন ভাদুড়ী, নন্দিতা ঘোষ, সাংস্কৃতিক কর্মী আ স ম সালেহ সুহেল,পুলক কান্তি ধর প্রমুখ।
অনুষ্ঠান শুরু হওয়ার আগে দুই বাংলার কবিদের সরব উপস্থিতিতে বাদ্যযন্ত্র সহকারে ‘মানবতা ও শান্তির জন্য কবিতা’ শ্লোগান সামনে রেখে শহরে র্যালি বের করা হয়।