শ্রীমঙ্গলে লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ২৬ মে, ২০১৩ ৬:১৫ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৬৩ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাদগাঁও এলাকায় রেল লাইনের কাছ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। শ্রীমঙ্গল রেলওয়ে থানা সূত্র জানায়, সকালে স্থানীয় লোকজন রেল লাইনের কাছে লাশটি পড়ে থাকতে দেখে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় খবর দেন। পরে সকাল ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।