‘দল নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন প্রতিহত করবে বিএনপি’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে বিএনপি নির্বাচনে অংশ নেবে না এবং নির্বাচনও করতে দেবে না।
রবিবার সকালে হরতাল চলাকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দিয়ে বলেন বিএনপি নির্বাচন প্রতিহত করবে।
দুদু বলেন, সভা-সমাবেশের ওপর বিধিনিষেধ তুলে না নিলে আন্দোলন অব্যাহত থাকবে।
তিনি বলেন, সভা-সমাবেশ-মিছিলের ওপর নিষেধাজ্ঞার পরও রাজধানীসহ সর্বত্র প্রতিবাদ মিছিল হচ্ছে। ওইসব মিছিলে পুলিশ শুধু আক্রমণই নয়, গুলিবর্ষণ করছে। তিনি বলেন আন্দোলন চলছে, চলবে। তিনি গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান।
এদিকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, আটক নেতাকর্মীদের মুক্তি, দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ ও সভা-সমাবেশের নিষেধাজ্ঞার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে।