মিলানে শিবচর কল্যাণ সমিতির জাকজমক বনভোজনের আয়োজন

নাজমুল হোসেন, মিলান থেকে : ইতালির মিলানে মাদারীপুর জেলার শিবচর উপজেলার প্রবাসীদের সংঘটন শিবচর কল্যাণ সমিতির আয়োজনে জাকজমক বনভোজন সম্পন্ন হয়েছে | ২৬ মে রবিবার মিলানের লিনাতে এয়ারপোট এর পাশে একটি পার্কে অনুষ্ঠিত বনভোজনে মাদারীপুর জেলা ছাড়া ও অনান্য জেলার প্রবাসীরা তাদের পরিবার নিয়ে উপস্থিত হন | এছাড়া মিলানের রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক,ব্যবসায়ীরা তাদের পরিবার নিয়ে অংশ নেন | দিনব্যাপী এই বনভোজনে প্রবাসী পরিবার ও তাদের ছেলে মেয়েরা অনেক দিন পর একত্রিত হয়ে আনন্দ উচ্ছাসে মাতুয়ারা হয়ে থাকেন | এ যেন প্রবাসীদের এক মিলন মেলা |
শিবচর কল্যাণ সমিতির সভাপতি আজম খান এর সভাপতিত্বে,সাধারণ সম্পাদক শাহ আলম এর পরিচালনায় বনভোজনে শুভেচ্ছা বিনিময় করেন মিলান আওয়ামীলীগের সভাপতি শাহাদাত হোসেন সাহা,মিলান বিএনপির সভাপতি হাবিবুর রহমান আইয়ুব,মুক্তিযুদ্ধা সংসদের সভাপতি সিরাজুল ইসলাম গফফার,নাগরিক কমিটির সম্পাদক খান রুকন উদ্দিন আহমেদ,
বিশিষ্ট আওয়ামিলিগ নেতা আকরাম হোসেন ,নাগরিক কমিটির সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান,বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন,প্রেস ক্লাবের আহবায়ক কবির উদ্দিন আহমেদ, বিশিষ্ট আওয়ামিলিগ নেতা মাহমুদুর রহমান হান্নান মাস্টার, আবুল হাশেম |
এছাড়া আরো উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সভাপতি সালাউদ্দিন আহমেদ, বিএনপি নেতা খান এমদাদ হোসেন,বিএনপির সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ মনির,বিশিষ্ঠ ব্যবসায়ী আব্দুল খালেক রিন্টু,আওয়ামিলিগ নেতা নাজমুল কবির জামান,প্রবাস বাংলার সম্পাদক মুসলেহ উদ্দিন খোকন,বিএনপি নেতা শাহীন মাহমুদ, বিএনপি নেতা হুমায়ুন কবির, বিএনপি নেতা হারুন উর রশিদ,পাবনা জেলার শাহীন আহমেদ, আওয়ামিলিগ শ্রমিক লীগের সম্পাদক সিরাজ খালাসী,স্বদেশ বিদেশ পত্রিকার মিলান ব্যুরো প্রধান সেলিনা আক্তার, স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক কাওসার হাওলাদার,শিবচর কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি উসমান গনি, সহ সভাপতি ফারুখ খান,সহ সভাপতি দুদু মিয়া,সহ সভাপতি লোকমান মৃধা,মিরাজ শিকদার,সাংঘটনিক সম্পাদক সাখাওয়াত খান,সহ সম্পাদক শাহাজান উকিল, সহ সম্পাদক রিপন মিয়া,প্রচার সম্পাদক আলমাছ হাওলাদার, সদস্য শওকত খান.সাইফুল ইসলাম, মুয়াজ্জেম বেপারী প্রমুখ |
উল্লেখ্য যে ইতালির মিলানে শিবচর কল্যাণ সমিতির ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসাবে এই বনভোজনের আয়োজন করেছে | বনভোজনে আশা সকল প্রবাসীরা আয়োজনকারীদের কে ধন্যবাদ জানান | কমিটির পক্ষ থেকে সভাপতি সম্পাদক আগত প্রবাসী পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ করেন |