বিশ্বজিৎ হত্যা : চার্জশিটভুক্ত আসামি গ্রেফতার

ডেস্ক রিপোর্ট : পুরান ঢাকার দর্জি ব্যবসায়ী বিশ্বজিৎ হত্যা মামলার চার্জশিটভুক্ত পলাতক আসামি গোলাম মোস্তফাকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এ মামলায় ২১ জন আসামির মধ্যে মোট আটজন গ্রেফতার হলো। এখনো পলাতক রয়েছে আরো ১৩ আসামি।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা এস আই (উপ পরিদর্শক) শওকত জাস্ট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিবার রাত ১০টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউপির রাজৈর গ্রামের নিজ বাড়ি থেকে গোলাম মোস্তফাকে গ্রেফতার করে সাটুরিয়া থানা পুলিশ। সোমবার তাকে মানিকগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে এস আই শওকত জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মোস্তফা রাজৈর গ্রামের আশেক আলীর ছেলে।
গ্রেফতারকৃত আট আসামি হলো- রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক, জিএম রাশেদুজ্জামান, এ এইচ এম কিবরিয়া, সাইফুল ইসলাম, কাইউম মিয়া টিপু ও গোলাম মোস্তফা।
মামলার চার্জশিটভুক্ত আসামিরা হলেন- রফিকুল ইসলাম শাকিল, রাজন তালুকদার, খন্দকার ইউনুস আলী, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক, তারেক বিন জোহর ওরফে তমাল, গোলাম মোস্তফা, জিএম রাশেদুজ্জামান শাওন, আলাউদ্দিন, ওবায়দুল কাদের, ইমরান হোসেন, আজিজুর রহমান, মীর নূরে আলম লিমন, আল-আমিন শেখ, রফিকুল ইসলাম, এ এইচ এম কিবরিয়া, মনোয়ারুল হক পাভেল, সাইফুল ইসলাম, কাইউম মিয়া টিপু, কামরুল হাসান ও মোশারফ হোসেন।
উল্লেখ্য, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ১৮ দলের দেশব্যাপী অবরোধ কর্মসূচি চলাকালে বিশ্বজিৎ দাস নামে দর্জি ব্যবাসায়ী ছাত্রলীগ ক্যাডারদের হাতে নির্মমভাবে নিহত হন।