মৌলভীবাজারে শান্তিপূর্নভাবে হরতাল পালিত

নুরম্নল ইসলাম শেফুল : ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালা ও শান্তি পূর্ণভাবে মৌলভীবাজারে পালিত হয়েছে। হরতালের সমর্থনে জেলায় বিএনপি ও জামায়াত পৃথক পৃথক মিছিল ও সমাবেশ করে। হরতাল চললেও শহরে রিক্সা, অটোরিক্সা চলাচল করেছে। জেলা বিএনপির একাংশ দুপুর ১২টায় চৌমুহনা চত্বর থেকে মিছিল বের করে আবার চৌমুহনা চত্বরে এসে সমাবেশের মধ্যে শেষ হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা, মৌলভীবাজার পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মাতুক, ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদশা, সদর থানা বিএনপির সভাপতি আয়াছ আহমদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাস চৌধুরী প্রমখু। হরতালের সময় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।