কুলাউড়া পুবালী ব্যাংকের গ্রাহক সমাবেশ

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা সদরের পুবালী ব্যাংক শাখার সেবা মাস উপলক্ষে গতকাল রোববার ব্যাংক কার্যালয়ে এক গ্রাহক সমাবেশ অনুষ্টিত হয়। ব্যাংক শাখার এজিএম মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার আতাউর রহমানের পরিচালনায় অনুষ্টিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম. শাকিল রশীদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক কোষাধ্যক্ষ মাওঃ আব্দুল ওয়াহিদ ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী বদরুল ইসলাম। বক্তব্য রাখেন ব্যবসায়ী কল্যান সমিতির ৭নং ওয়ার্ড সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান চিনু। বক্তারা ব্যাংকের গ্রাহক সেবায় সন্তোষ প্রকাশ করে গ্রাহকের দাবীর মধ্যে ব্যাংককে অন-লাইন করায় কৃতজ্ঞতা প্রকাশ করে অপর দাবী শাখাকে শীতাতপ করার ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান। এজিএম মোঃ নিজাম উদ্দিন তার বক্তব্যে ব্যাংকের বিভিন্ন সেবামুলক কার্যক্রম তুলে ধরে গ্রাহকদের দাবীসহ উন্নততর সেবা প্রদানের আশ্বাস প্রদান করেন।