কমলগঞ্জে নতুন বিদ্যুৎ লাইন উদ্বোধনে চিফ হুইপ
কমলগঞ্জ প্রতিনিধি : জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি বলেছেন, মহাজোট সরকার প্রত্যেক এলাকার সুষম উন্নয়নে বিশ্বাসী। আওয়ামীলীগ যখনই সুযোগ পায় তখনই জনগনের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হেফাজতকে নিয়ে খেলা করে লাভ হয়নি। বিএনপি-জামায়াতের লোকেরাই হেফাজতের আড়ালে পবিত্র কোরআন শরীফে আগুন দিয়েছিল। তাই জনগণ এদেরকে কখনোই ক্ষমা করবেন না। তিনি বলেন, আগামী অক্টোবরে সংসদ ভেঙ্গে দেওয়া হবে। এরপর সংসদ নির্বাচিন হবে। উন্নয়নের এই ধারাবাহিকতা রক্ষা করতে আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। চিফ হুইপ শনিবার সন্ধ্যায় ৩৯ লক্ষ ৩১ হাজার টাকা ব্যয়ে ২.৬২১ কিঃ মিঃ মৌলভীবাজারে কমলগঞ্জ সদর ইউনিয়নের বটেরতল ও দক্ষিণ বালিগাঁও গ্রামে নতুন বিদ্যুতায়িত লাইনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি প্রভাষক মোঃ আব্দুল আহাদের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগ সম্পাদক বদরুল আলম জেনারের অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার আং রাজ্জাক খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, সহ-সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দেক আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, পবিস কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এস এম হাসনাত হাসান, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, পলস্নী বিদ্যুৎ সমিতির এলাকা পরিচালক মোঃ কামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন, উপজেলা যুবলীগ সম্পাদক মোশাহীদ আলী, যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ সানোয়ার হোসেন, সম্পাদক শাহেদুল আলম, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসিদ আলী প্রমুখ।