জুড়ী উপজেলা কমপ্লেক্স ভবনে ফাঁটল

এম. মছব্বির আলী : কুলাউড়া ও বড়লেখা উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে ২০০৪সালে জুড়ী উপজেলা গঠিত হয়। পরবর্তীতে ২০০৫সালে উপজেলা কমপেক্সের জমি অধিগ্রহন ও ভবন নির্মাণ কাজ শুরু হয়। প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ওই সালেই উপজেলা কমপেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন। জুড়ী উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান ছিল বি-বাড়িয়া জেলার শিমরাইল উপজেলার মেসার্স বাছির মৃধা এন্টারপ্রাইজ। নির্মাণ কাজের মেয়াদকাল ছিল ২০০৫-২০০৭। উপজেলা কমপ্লেক্স নির্মাণ কাজ সমাপ্ত হবার পর জুড়ীবাসী গর্ব করে বলতেন, উক্ত কমপেক্স ভবন মৌলভীবাজার জেলার অন্যতম দৃষ্টিনন্দন ভবন। কিন্তু তখনও জুড়ীবাসী ভাবতে পারেননি, উপজেলা ভবন যতই দৃষ্টিনন্দন হোকনা কেন নির্মাণ কাজে ছিল শুভঙ্করের ফাঁকি। তাই ভবন নির্মাণের ৪বছরের পূর্বেই পর্যায়ক্রমে কয়েকবার জুড়ী উপজেলা কমপ্লেক্স ভবনের বিভিন্ন স্থানে ফাঁটল দেখা দেয়। তখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লোকচক্ষুর আঁড়ালে সংস্কার কাজ করেছিলেন। কিন্তু বার বার ভবনের সংস্কার কাজ চালিয়েও ভবনের ফাঁটল ঠেকানো সম্ভব হচ্ছেনা। বর্তমানে ভবনের ৪র্থ তলায় দাপ্তরিক কাজে আগত জনসাধারন, সরকারী কর্মকর্তা ও কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে আতঙ্কিত অবস্থায় দায়িত্ব পালন করছেন। সরেজমিনে তদন্তে ফাঁটলের মধ্যে হাত ঢুকানো মাত্রই দেয়াল থেকে প্রচুর বালু ও পলেস্তরা খসে পড়ে। এর মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা তাদের আতঙ্কের কথা জানান। ওই কর্মকর্তা ও কর্মচারীগন সম্ভাব্য ভূমিকম্প নিয়েও তাদের অজানা আশঙ্কা ব্যক্ত করেন।