কুলাউড়ায় জাতীয় পার্টির জরুরী সভায় উপজেলা কমিটির সভাপতি-সম্পাদককে বয়কটের সিদ্ধান্ত

কুলাউড়া প্রতিনিধি : জাতীয় পার্টি কুলাউড়া উপজেলা, পৌর ও উপজেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক জরুরী বৈঠক পৌর শহরের মাগুরাস্থ খোরশেদ উল্যাহ মাষ্টারের বাসভাবনে গতকাল ২৬ মে রোববার বিকেলে অনুষ্টিত হয়। ব্রাহ্মনবাজার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল খালিকের সভাপতিত্বে ও মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক এ এস এম ছিদ্দিক আহমদ লোকমানের পরিচালনায় অনুষ্টিত বৈঠকে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ উল্যাহ মাষ্টার, জেলা জাতীয় পার্টির সদস্য মবশ্বির আলী, কুলাউড়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক শরিফ উদ্দিন আহমদ, পৌর জাতীয় পার্টির আহবায়ক মোঃ মুহিবুর রহমান, কাদিপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস শহিদ, সাধারন সম্পাদক মোঃ রজব আলী, টিলাগাও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুস সালাম ছলু, সম্পাদক সোহাগ মিয়া, হাজীপুর ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মোঃ আমজদ আলী, বরমচাল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল লতিফ, শরীফপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল ওয়াহিদ, রাউৎগাও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হাজী কুটি মিয়া, সম্পাদক আব্দুল বাছিত, ভাটেরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আকমল হোসেন, সম্পাদক হিরা মিয়া, ভুকশিমইল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আপ্তাব উদ্দিন আহমদ, সম্পাদক আব্দুল মুহিত টুনু, জয়চন্ডী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফরমান আলী, সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মোঃ আশরাফ উদ্দিন হিরো, উপজেলা জাতীয় পার্টি নেতা খন্দকার মোঃ আলী, আব্দুল বাছিত লেবু ও গিয়াস উদ্দিন, হাজীপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা হারুনুর রশীদ, টিলাগাও ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোশাহিদ আলী প্রমুখ।
এছাড়াও এ সময় উপজেলা, পৌর ও সকল ইউনিয়নের নেতৃবৃন্দরা উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন। জরুরী বৈঠকে বক্তারা ৮ বছর আগে গঠিত উপজেলা ও পৌর কমিটির নিষকৃয়তার কারনে ক্ষোভ প্রকাশ করেন এবং আগামী এক মাসের মধ্যে উপজেলা ও পৌর কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের জন্য জোর দাবী জানান। অন্যতায় সকল নেতাকর্মী গন পদত্যাগের সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়াও এখন থেকে উপজেলা কমিটির সভাপতি সম্পাদককে সকল কার্যক্রম থেকে বয়কটের সিদ্ধান্ত নেয়া হয়।
উলেখ্য, এর আগে জেলা ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সম্পাদককে একাধিকবার দলীয় কার্যক্রমকে গতিশীল করার জন্য উদ্যোগ নেয়ার অনুরোধ জানালে জেলা জাতীয় পার্টির পক্ষ থেকে প্রতিশ্রুতি পাওয়া গেলেও এর কোন প্রতিফলন পাওয়া না যাওয়ায় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে উপরোক্ত সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।