মৌলভীবাজার একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের অর্থায়নে যুবক আবুল হোসেন সুস্থ জীবন যাপন করছেন

বৃটেন থেকে বদরুল হক: আর্তমানবতার সেবা ও সমাজ উন্নয়নে নিবেদিত একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার ১৯৯৬ সাল থেকে প্রতিষ্ঠার পর আজবধি বৃটেন প্রবাসী ইউনিয়নবাসীর অর্থায়নে এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলছে।
ইতিমধ্যে একাটুনা বাজারের মিয়াজান মনসুর ভবনের দ্বিতীয় তলায় এম এম পি লাইব্রেরী প্রতিষ্ঠা, প্রতি বছর ইউনিয়নের ১৫টি প্রাইমারী স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে প্রতিভা মেধা প্রকল্পের আওতায় মেধা নির্বাচনী পরীক্ষার আয়োজন, সনদ ও পুরস্কার বিতারণ, গরীব ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ইউনিফর্ম ও শিক্ষা উপকরন প্রদান করা হচ্ছে।
যুব সমাজের অবক্ষয় থেকে রক্ষার লক্ষ্যে প্রতি বছর প্রতিভা যুব সংঘের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, ফাউন্ডেশনের রিলিফ ফান্ডের মাধ্যমে অসুস্থ-দু:স্থ মানুষের সেবায় আর্থিক সহায়তা প্রদান। বিভিন্ন দূর্যোগে ত্রাণ বিতরন, ক্ষতিগ্রস্থদের ঘরবাড়ী মেরামত ও পূনর্বাসন উপকরন প্রদান, অসহায় পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ায় সহযোগিতা, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান ও চাকুরী পাওয়ার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা এবং গরীব পরিবারের মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে।
এছাড়াও প্রতিবছর ইউনিয়নব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজনসহ নানা সেবামূলক কর্মকান্ডের পরিকল্পনা রয়েছে। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইউকের কয়েকজন ট্রাষ্টির সাহায্যার্থে অতি সমপ্রতি একাটুনা গ্রামের এরশাদ মিয়ার ছেলে ২৫ বছরের অসুস্থ যুবক আবুল হোসেনের ঢাকার সরওয়ার্দী হাসপাতালে সফল অপারেশন শেষে সুস্থ জীবন যাপন করছেন বলে জানা গেছে।
দীর্ঘ দিন ধরে টাকার অভাবে অসুস্থ আবুল হোসেন অপারেশন করতে না পারায় ফাউন্ডেশন বরাবরে সাহায্যের আবেদন করলে ফাউন্ডেশনের প্রেট্রন বৃটেনের বাংলাদেশের সাবেক হাই কমিশনার মুক্তিযোদ্ধা, সমাজসেবক গিয়াস উদ্দিন মনির, ফাউন্ডেশনের অন্যতম ট্রাষ্টি তরুন ব্যবসায়ী মো: বাদশাহ মিয়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফ কয়সর, ডাইরেক্টর জলাল মিয়া ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কমিউনিটি লিডার মনসুর আহমদ মকিস, ফাউন্ডেশনের পক্ষ থেকে আবুলের অপারেশনের জন্য একলাখ দশ হাজার টাকা বাংলাদেশে প্রেরণ করেন।
টাকা পা্্বার পর একাটুনা ফাউন্ডেশনের কার্য্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারী সেলিম রেজা তরফদার ও ট্রেজারার মনিরুজ্জামান মুজিবের পরিচালনায় এক সভার মাধ্যমে একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান আবুল হোসেনের পিতা এরশাদ মিয়ার হাসে এক লাখ দশ হাজার টাকার ফাউন্ডেশনের চেক হস্তান্তর করেন। চেক গ্রহণকালে এরশাদ মিয়া তার ছেলের জন্য অর্থ প্রেরণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এদিকে গত ২৭ মে সোমবার বৃটেনের ওয়েলসের কার্ডিফে একাটুনা ইউনিয়ন ডেভেলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ট্রাষ্টিবৃন্দের এক সভা সংগঠনের প্রতিষ্ঠাতা চীফ কো অর্ডিনেটর কমিউনিটি লিডার মনসুর আহমদ মুকিসের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের অন্যতম ট্রাষ্টি তরুন ব্যবসায়ী মো: বাদশাহ মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের অন্যতম ট্রাষ্টি কমিউনিটি লিডার এম এম আলাউদ্দিন আহমদ, ফাউন্ডেশনের ট্রাষ্টি আব্দুল লতিফ কয়সর, ট্রাষ্টি সাইফুল জব্বার, ট্রাষ্টি মো: রহিম মিয়া, ট্রাষ্টি নূরুল ইসলাম মাহবুব, ট্রাষ্টি এম এ রউফ, ও ট্রাষ্টি গোলাম আবু সালেহ সুয়েব।
সভায় সংগঠনের ভবিষ্যত কর্মকান্ড নিয়ে আলোকপাতসহ কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, চীফ কো অর্ডিনেটর মনসুর আহমদ মকিস, আবুল হোসেনের সফল অপারেশন শেষে সুস্থ হওয়ার সংবাদে মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায়সহ অর্থপ্রেরণকারী মো: বাদশা মিয়া, আব্দুল লতিফ কয়সর, জালাল মিয়া ও সংগঠনের প্রেট্রন সাবেক হাই কমিশনার মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে এলাকর উন্নয়নের ফাউন্ডেশনের কর্মকান্ডে সবার সহযোগিতা কামনা করেছেন।