সাংবাদিক শাবান মাহমুদকে সংবর্ধনা দিয়েছে ইতালি বাংলা প্রেসক্লাব

নাজমুল হোসেন, ইতালি থেকে : বাংলাদেশের ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এর সাধারণ সম্পাদক শাবান মাহমুদকে সংবর্ধনা দিয়েছে ইতালির বাংলা প্রেস ক্লাব। শনিবার অনুষ্ঠিত ওই সংবর্ধর্না অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপন।সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি সাংবাদিক শাবান মাহমুদ কে অনুষ্ঠানের শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেন ইতালি প্রেস ক্লাবের সাংবাদিকরা |
সংবর্ধিত ব্যক্তি তিনি তার বক্তৈব্বে বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির সঠিক পথ নির্দেশক। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অন্যায় অবিচার বন্ধ করতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, কর্মব্যস্ততার মধ্যেও ইতালি প্রবাসী সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করে দেশে প্রেরণ করে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করছেন। এ জন্য তিনি প্রবাসী সকল সাংবাদিক কে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান |
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাওন আহমেদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, স্বদেশ বিদেশ পত্রিকার সম্পাদক ইকবাল হোসেন, ইতালি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি একে জামান, সহসভাপতি জমির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসতেগফার তৌফিক প্রমুখ।