মিলানে এমসিসি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নাজমুল হোসেন, মিলান থেকে : মিলানের মনচায় এমসিসি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে | মনচা সেন্টার ক্লাবের আয়োজনে ২৬ মে রবিবার সকাল ১১ টায় মনচার স্থানীয় একটি পার্কে ক্রিকেট টুর্নামেন্টের উদ্ব্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইতালির বিশিষ্ট ব্যবসায়ী,পিস মেরিনা হোটেলের ইতালি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মান্নান হীরা |
মনচা সেন্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ শাফায়েত এর সঞ্চালনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৈব্ব রাখেন টুর্নামেন্টের স্পন্সর পের মাইক্রো বিজনেসের হেড আফ্রো নাইন ,বিশিষ্ট ব্যবসায়ী জামাল আহমেদ,স্থানীয় নারী নেত্রী শারমিন আক্তার |
প্রধান অতিথি তার বক্তৈব্বে বলেন,খেলাধুলা আমাদের মনকে প্রাণভন্ত করে রাখে আর শরীর কে রাখে মজবুত | প্রবাসের মাটিতে কর্মব্যস্ততার মাঝেও আমাদের খেলধুলা কে যারা চালিয়ে রাখছেন তাদের কে তিনি ধন্যবাদ জানান | খেলাধুলার জন্য সার্বিক সহযোগিতার করার কথা দেন এবং এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি ও টুর্নামেন্টের সেরা খেলোওয়ার কে আকর্ষনীয় পুরস্কার প্রদানের ঘোষনা দেন | এছাড়া প্রত্যক খেলা শেষে ম্যন অব দা ম্যচ খেলোয়ার কে নগদ টাকা ও ট্রফি প্রদান করা হবে বলে জানান আয়োজকরা |
উদ্বোধনী দিনে প্রথম খেলায় বেঙ্গলি কোবরা কিংস টসে জয়লাভ করে ব্যটিং করার সিদ্ধান্ত নেয় | ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে .জবাবে ব্যট করতে নেমে বাংলা ৬১ টিম ৬ উইকেটে ১২৪ রান তুলে নেয় |বাংলা ৬১ ক্রিকেট টিম ৪ উইকেটে বেঙ্গলি কোবরা কিংস কে পরাজিত করে | খেলায় ম্যন অব দা ম্যচ হন রাসেল | দ্বিতীয় খেলায় আমরা সিলেটি টসে জয়লাভ করে ব্যট হাতে ১০ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে নির্ধারিত ওভারে | জবাবে বেঙ্গলি টাইগার্স লিমব্রাতে সব কয়টি উইকেট হারিয়ে ৭১ রান তুলতে সক্ষম হয় |
আমরা সিলেটি ১০ রানে বেঙ্গলি টাইগার্স কে পরাজিত করে |খেলায় ম্যন অব দা ম্যচ হন তানভির |অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনচা সেন্টার ক্লাবের কানন মজুমদার,সোহেল হোসেন,হাসান চৌধুরী,মানিক আজাদ,ফারুক ওমর,ফরিদ,সায়েম প্রমুখ |