শ্রীমঙ্গল থেকে অপহৃত স্কুলছাত্রীর সন্ধান মিলেনি ১৪ দিনেও
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : স্কুল থেকে বাড়ি ফেরার পথে অপহরণ হওয়া শ্রীমঙ্গলের ছাত্রীর সন্ধান মিলেনি অপহরনের ১৪ দিন অতিবাহিত হলেও। শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। মেয়েকে ফিরে পেতে বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছেন রিক্সাচালক পিতা ভুবেশ চাষা। গত ১৩ মে শ্রীমঙ্গল উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী পূজা চাষা স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে তাকে ভাড়াউড়া চা বাগানের উত্তম হাজরার ছেলে লিবেন হাজরা অপহরণ করে নিয়ে যায় বলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অপহৃতার পিতা ভুবেশ চাষা। নাবালিকা মেয়েটিকে উদ্ধারে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল থানা পুলিশকে নির্দেশ দেন ইউএনও।
এদিকে অপহরণের ১৪ দিন অতিবাহিত হলেও পূজা চাষাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা জানান, ঘটনাটি শুনে তিনি পূজা চাষাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে ভুবেশ চাষাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার এসআই নজরম্নল ইসলাম জানান, পূজা চাষাকে উদ্ধার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।