রাজনগরে বালুমহাল দখল করতে গিয়ে অস্ত্রসহ আটক ১
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে জোরপূর্বক বালুমহাল দখল করতে গিয়ে অস্ত্র ও গাড়িসহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ। এলাকাবাসী ও থানা পুলিশ সুত্র জানায়, উপজেলা সদর ইউনিয়নের উদনাছড়া বালুমহাল ইজারার জন্য টেন্ডার আহবান করলেও কেউ ইজারা নেয়নি। গত রোববার রাত ১১টায় ক্ষমতাসীন দলের ক্যাডাররা দুইদলে বিভক্ত হয়ে উক্ত স্থানে গিয়ে জোরপূর্বক বালুমহাল দখলের চেষ্টা চালায়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৫টি রামদা, ৪টি চাইনিজ কুড়াল এবং অটোরিক্সাসহ উত্তর ঘড়গাঁও গ্রামের মৃত লেচু মিযার ছেলে জুয়েল আহমদ (২৩) কে আটক করতে সক্ষম হলেও অন্যান্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে রাজনগর থানার এসআই হোসেন আহমদ আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতকে অস্ত্রসহ আদালতে প্রেরণ করা হয়েছে। সোমবার বিকেলে তাকে মৌলভীবাজার জেলহাজতে পাঠানো হবে।