দুই মুসলিম সমকামী নারীর বিয়ে!

ডেস্ক রিপোর্ট : প্রাণ নাশের হুমকির মধ্যেই যুক্তরাজ্যে বিয়ে করলেন পাকিস্তানি দুই মুসলমান সমকামী নারী। এরা হলেন: রেহেনা কাওসার (৩৪) ও সবিয়া কামার (২৯)।
পাকিস্তানের এ দুই প্রাক্তন বাসিন্দা এখন যুক্তরাজ্যে বসবাস করছেন।
তাদের ধারণা, তারাই প্রথম মুসলমান ‘নারী সমকামী’ যারা আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের মাধ্যমে তাদের সম্পর্কের বৈধতা ঘোষণা করলেন। তবে ইসলামিক রীতি অনুয়ায়ী কোন ইমাম বা কাজীর মাধ্যমে বিবাহ সম্পন্ন না হওয়ায় এ দম্পতির ‘সমকামী’ বিয়ে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
বিয়ের সময় রেহেনা ও সবিয়া জানান, তাদের সম্পর্ক তিন বছর ধরে। এক বছর আগে থেকে তারা লিভ টুগেদার করছেন।
রেহেনা ও সবিয়ার পরিবার জানিয়েছে, এ দুই নারীকে পাকিস্তান ও যুক্তরাজ্যের কয়েকটি মহল থেকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। তারা এখন যুক্তরাজ্যের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।