ক্যানসার সারাবে ভিডিও গেইম!

স্টাফ রিপোর্ট : ক্যানসার সারাতে হোপল্যাবের গবেষকরা একটি ভিডিও গেইম তৈরি করেছেন। আশার বিষয় হল, কিছু কমবয়সী ক্যানসার রোগী এ গেইমটির মাধ্যমে মরণব্যাধিটি থেকে বের হয়ে আসতে পেরেছেন। সম্প্রতি সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ক্যানসার রোগীদের জন্য তেরি এ গেইমটির নাম ‘রি-মিশন ২’।
রি-মিশন ২ আসলে বেশকিছু অনলাইন গেইমের সমষ্টি। গেইমটির ডিজাইন করা হয়েছে এমনভাবে, যেন টিনএজার এবং বয়স্ক ক্যানসার রোগীরা খেলার পাশাপাশি তাদের শারীরিক অবস্থাও বুঝতে পারেন।
‘হোপল্যাব’ একটি অলাভজনক প্রতিষ্ঠান। ২০০৬ সালে তারা ‘রি-মিশন’ নামে একটি গেইম তৈরি করেছিল। তাদের মূল লক্ষ্য ছিল, রোগীদের সাহায্য করার জন্য একটি ভালো পথ খুঁজে বের করা। পরবর্তীতে গবেষণায় পাওয়া যায়, গেইমটি রোগীদের শারীরিক এবং মানসিক অবস্থার উপর প্রভাব ফেলতে সক্ষম। প্রাথমিক পর্যায়ে গবেষকরা দেখেন গেইমটি মানুষের মস্তিষ্কে ইতিবাচক প্রভাব তৈরি করছে এবং ক্যানসারের উপর নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি করছে। এরপরই গবেষকরা ক্যানসার রোগীদের জন্য ফ্ল্যাশভিত্তিক রি-মিশন ২ গেইমটি তৈরি করেন।