কুলাউড়ায় একরাতে ৩ টি দোকানে দুঃসাহসিক চুরি
প্রকাশিত হয়েছে : ৩১ মে, ২০১৩ ৯:১৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৪১ বার পঠিত
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া শহরের সর্ববৃহৎ বিপনী বিতান মিলি প্লাজার নীচতলার ৩ টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। গত ২৮মে মঙ্গলবার দিনগত রাতে সংঘবদ্ধ চোরেরা তারেক তানিম ডির্পাটমেন্টাল স্টোর, আনোয়ার গিফট ও ফটোম্যাক্স এর পেছনের অংশের ভেন্টিলেটার ভেঙ্গে ভেতরে ঢুকে নগদ প্র ায় অর্ধ ল টাকা নিয়ে যায়। মার্কেটের ব্যবসায়ী সমিতির কর্মকর্তারা বিষয়টি পুলিশকে আবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এই নিয়ে মার্কেটের ব্যবসাযীদের মধ্যে চরম আতংক বিরাজ করছে। এই রির্পোট লেখা পর্যন্ত পুলিশ চুরির সঙ্গে জড়িত সন্দেহে কাউকে গ্রেফতার করতে পারেনি।