মৌলভীবাজারের আদালত থেকে পালিয়ে যাওয়া ডাকাত কমলগঞ্জে গ্রেফতার
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজার আদালত থেকে পালিয়ে যাওয়া ওয়ারেন্টভুক্ত একাধিক ডাকাতি মামলার আসামী ডাকাত কালা বাবুলকে পুলিশ আটক করেছে। গত ২৯ মে বুধবার বিকাল সাড়ে ৩ টায় মৌলভীবাজার কমলগঞ্জ সড়কের শিমুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এ এসপি (সদর সার্কেল) মোল্লা মুহাম্মদ শাহীন এর নেতৃত্বে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ারসহ পুলিশের একটি দল ডাকাত কালা বাবুল (৪১) কে গ্রেফতার করেন। মে মাসের প্রথম সপ্তাহে একটি ডাকাতি মামলায় হাজিরা দিতে গিয়ে কালা বাবুল মৌলভীবাজার আদালত থেকে পালিয়ে যায়। তার গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পতনগাঁও গ্রামে। তার বিরুদ্ধে ৪টি ডাকাতি মামলা রয়েছে। আটক ডাকাত কালা বাবুলকে গত বুধবার বিকালে কমলগঞ্জ থানায় প্রেরণ করা হয়। কমলগঞ্জ থানার ওসি নিহার রঞ্জন নাথ বলেন ধৃত ডাকাতকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হবে।