কুলাউড়ায় গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩১ মে, ২০১৩ ৯:১৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৫১ বার পঠিত
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের হেলাল আহমদ (১৬) নামে এক মাদ্রাসা ছাত্র নারিকেল গাছ থেকে পড়ে গিয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। জানা যায়, গত ২৮ মে মঙ্গলবার হেলাল তার বোনের বাড়ি উপজেলার টিলাগা্ওঁয়ের মিয়ারপাড়া গ্রামের সুয়েবুর রহমানের বাড়িতে বেড়াতে যায়। দুপুর বেলা শখের বশে গাছে উঠে নারিকেল পাড়তে গিয়ে অসাবধানতাবশত গাছ থেকে সে পড়ে গিয়ে মাথায় গুরুতরভাবে আঘাত পায়। পরে তাকে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হলে ২৯ মে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক মৃত্যু ঘটে।