শর্ত ভঙ্গ করেছেন তারেক রহমান : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বিদেশে গিয়ে সভা সমাবেশ না করার শর্ত ভঙ্গ করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেন, তারেক রহমান ১/১১ এর সময় চিকিৎসার জন্য বিদেশে যান। তিনি যাওয়ার সময় তিন বছর কোন ধরনের সভা সমাবেশ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু গত কয়েকদিন আগে তিনি সে শর্ত ভঙ্গ করেছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে আইডিইবি’র ছাত্র সদস্য প্রতিনিধি সম্মেলনে অংশ নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সভা সমাবেশ না করার শর্ত ভঙ্গ করার কারণে তার বিরুদ্ধে আদালত আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। এক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। তারেক রহমানের বিরুদ্ধে আদালত যে নির্দেশনা দিয়েছেন, তা সংবিধান মেনে সরকারি কর্মকর্তাদের পালনের নির্দেশ দেয়া হয়েছে।
তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়তে হবে। এ শিক্ষার মধ্যে সৃজনশীলতা আনতে হবে। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. শাহজাহান মিঞা, কেনিক আইডিইবির সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান প্রমুখ।