পার্লামেন্ট নয়, গ্রেফতার বা জামিন বিচার বিভাগের কাজ : সুরঞ্জিত

ডেস্ক রিপোর্ট : স্পিকারের কাছে দুই এমপির মুক্তি চেয়ে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুকের স্মারকলিপিকে যুক্তিহীন উল্লেখ করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, পার্লামেন্ট কাউকে গ্রেফতার করে না কিংবা জামিনও দেয় না। এটা বিচার বিভাগের কাজ। আশা করি বিএনপি স্পিকারের কাছে না গিয়ে আদালতে গিয়ে জামিনের আবেদন করবে। বিএনপি নেতারা আদালতের আইনি প্রক্রিয়ায় বের হয়ে আসবেন।
শুক্রবার শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগ আয়োজিত ‘বিএনপিসহ ১৮দলীয় জোটের জ্বালাও-পোড়াও, ধ্বংসাত্মক কার্যকলাপ, দেশদ্রোহী কর্মকান্ড প্রেক্ষাপট সমকালীন রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ-মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়াকে কু-পরামর্শ দিয়ে সংলাপ থেকে বিরত রাখার অপচেষ্টা করছেন। মওদুদ বলছেন জাতীয় সংসদের সরকার প্রধান কে হবেন এটা নিয়ে আলোচনা করতে হবে। আর ফখরুল বলছেন সংলাপের মাধ্যমে সংকট নিরসন করতে হবে। বিএনপির দুই নেতা দুই ধরনের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
তিনি বলেন, সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের কাছে গ্রহণযোগ্য ভোটার তালিকা আছে। সুতরাং নীল নকশা বা ভোট দালালির মাধ্যমে নির্বাচন করার কোনো উপায় নাই।
তিনি বলেন, আগামী নির্বাচন হবে স্বচ্ছ ও গণতান্ত্রিক বিধিতে। তাই কোনো ধরনের বিভ্রান্তি না ছড়িয়ে বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস খান আলমগীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।