নাফিসের মামলার রায় ৯ আগস্ট

ডেস্ক রিপোর্ট : নিউ ইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে বোমা হামলা পরিকল্পনায় যুক্ত থাকার দায়ে আটক বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজাউনুল আহসান নাফিসের মামলার রায়ের তারিখ পিছিয়েছে। রায় ঘোষণা করা হবে ৯ আগস্ট।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় যুক্তরাষ্ট্রের ব্রুকলিন আদালতে চিফ জাস্টিস ক্যারল অ্যামন রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেন।
আগামী ৬ সপ্তাহের মধ্যে নাফিসের ফরেনসিক ও সাইক্রিয়াটিক রিপোর্ট পর্যালোচনা করার নির্দেশ দেয়া হয়েছে। ওই রিপোর্ট পর্যালোচনার পরই নাফিসের মামলার চূড়ান্ত রায় দেয়া হবে।
বোমা হামলার পরিকল্পনায় যুক্ত থাকার অপরাধে নাফিসকে ৩০ বছরের কারাদ- দেয়া হতে পারে। তবে দ-ভোগের আগে তার মানসিক স্বাস্থ্য পরীক্ষার আদেশ দিয়েছে আদালত।
গত ৭ ফেব্রুয়ারি নাফিস তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এর আগে ৯ জানুয়ারি নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে নাফিসের বিরুদ্ধে মামলার শুনানি শুরু হয়। শুনানির শুরুতে নাফিস নিজেকে নির্দোষ দাবি করেন।
উল্লেখ্য, গত বছর জানুয়ারি মাসে ছাত্র ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া কাজি নাফিসকে ১৭ অক্টোবর এক স্টিং অপারেশনের মাধ্যমে গ্রেপ্তার করে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।