পাইপে নবজাতক!

চীনের জিনহুয়া অঞ্চলের একটি বাড়ির স্যানিটারি পাইপ থেকে উদ্ধারের বিষয়কে নিছক দুর্ঘটনা হিসেবে উল্লেখ্য করেন চীনা পুলিশ কর্মকর্তা ঝিয়াং জিয়াংসং ।
বৃহস্পতিবার চীনা সংবাদপত্র এনসাজওয়াল এর তথ্য থেকে জানা যায়, পুলিশ কর্মকর্তা ঝিয়াং জিয়াংসং বলেন, এই ঘটনাকে এখন পর্যন্ত ‘দুর্ঘটনা’ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।
এর কারণ হিসেবে তিনি বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে ওই বাচ্চার মা জানিয়েছেন, তার প্রসবের তারিখ ছিল খুব কাছাকাছি সময়ে। শনিবার হঠাৎ তিনি পেট ব্যথা অনুভব করলে বাথরুমে যান। কমোডের মধ্যেই তিনি বাচ্চা প্রসব করে ফেলেন। এ সময় বাচ্চার মা লাঠি দিয়ে বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা করেন । কিন্তু এতে তিনি ব্যর্থ হন।
এমন ঘটনা আগে থেকে বুঝতে না পারার কারণে বাচ্চার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা।
পুলিশ জানায়, নবজাতকের মায়ের বয়স ২২ বছর।
প্রতিবেদনে পুলিশ কর্মকর্তা ঝিয়াং জিয়াংসং বলেন, এখন পর্যন্ত নবজাতকের মায়ের দেওয়া দুর্ঘটনার বর্ণনা বিশ্বাস করা হচ্ছে। তবে এ ঘটনার তলিয়ে দেখতে তদন্ত চালানো হবে।
নবজাতকটিকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
গত শনিবার চীনের উপকূলীয় জেজিয়াং প্রদেশের জিনহুয়া অঞ্চলের একটি বাড়ি থেকে চার ইঞ্চি ব্যাসের স্যানিটারি পাইপ কেটে টানা দু’ঘণ্টা চেষ্টায় এই নবজাতকে বের করে আনেন ।
সূত্র: বিবিসি/এনসাজওয়াল